LBRY Block Explorer

LBRY Claims • উচাইল-শংকরপাশা

4cdcaff784d69ad5b91ded25f3535030e7337350

Published By
Anonymous
Created On
7 Mar 2023 15:09:53 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
উচাইল শংকরপাশা শাহী মসজিদ | হবিগঞ্জের ইসলামী ঐতিহ্য | Uchail Moasjid, habigonj
in this video we talking about<br />উচাইল সংকরপাশা শাহী মসজিদ হবিগঞ্জের ইসলামী ঐতিহ্য Uchail Moasjid, habigonj<br /><br /><br />Shankarpasha Shahi Jame Masjid, is one of heriteg mosque in the Habiganj Sadar Upazila of Sylhet Division, It was built during the 15th century by shah mojlish e amin, It is located in the village of Shankarpasha in Rajiura Union Parishad, very close to Uchail Bazar. It wonderful Mytholgical Architectural of Sylhet Division.<br /><br /><br /><br />মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের মধ্যে অন্যতম সুপ্রাচীন ইসলামি #স্থাপত্যশিল্পের নিদর্শন হবিগঞ্জের এই #শংকরপাশা_শাহী_মসজিদের সংক্ষিপ্ত তথ্য নিয়ে গ্রীন সাইকেল বাংলাদেশের আজকের কন্টেন্ট, শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তবে প্লিজ লাইক, শেয়ার এবং ফলো কিম্বা সাবসক্রাইব বাটনে টাচ করতে ভুলবেন না, আর যদি ইতিমধ্যে সাবক্রাইবার হয়ে থাকেন তবে থ্যাঙ্কইউ সো মাচ ফর ইউর সাপোর্ট।<br /><br />হবিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত উচাইল নামক গ্রামে ছোট্ট একটি টিলার উপর প্রায় ৬ একর ভূমির ওপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য মন্ডিত এই মসজিদটি, মসজিদটি সুলতানি আমলের ইসলামি স্থাপত্য নিদর্শনের চিহ্ন বহন করে বলেই হবিগঞ্জের সুপ্রাচীন ঐতিহ্যের তালিকায় এর অবস্থান গুরুত্বপূর্ণ। <br /><br />উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় যে, ১৫১৩ সালে নির্মাণ কাজ সমাপ্ত হওয়া এই মসজিদের নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা মজলিশ আমিন; মসজিদের পাশেই আছে তার মাজার, কালের বিবর্তনে এক সময় মসজিদ সংলগ্ন এলাকা বিরান ভূমিতে পরিণত হয়ে জঙ্গলবেষ্টিত হয়ে পড়লেও পরবর্তীকালে এলাকায় জনবসতি গড়ে উঠলে জঙ্গলে আবাদ করতে গিয়ে বের হয়ে আসে মসজিদটি।<br /><br /><br />অবাক করার বিষয় হচ্ছে মসজিদের মুল এক চালা ভবনটি দৈর্ঘ্য ও প্রস্থ একই মাপের, যা ২১ ফুট ৬ ইঞ্চি। এর সম্মুখের বারান্দাটির প্রস্থ তিন ফুটের সামান্য বেশি। এতে চারটি গম্বুজ রয়েছে; মূল ভবনের উপর একটি বিশাল গম্বুজ এবং বারান্দার উপর রয়েছে তিনটি ছোট গম্বুজ। মসজিদটিতে মোট ১৫টি দরজা ও জানালা রয়েছে যা পরস্পর প্রায় সমান আকৃতির । পূর্ব-উত্তর-দক্ষিণ - এই তিন দিকের দেয়ালের পুরুত্ব প্রায় পাঁচ ফুট এবং পশ্চিমেরটি প্রায় দশ ফুট।<br /><br />এতে মোট ছয়টি কারুকার্য শোভিত স্তম্ভ আছে যা প্রধান কক্ষের চারকোণে ও বারান্দার দুই কোণে। উপরের ছাদ আর প্রধান প্রাচীরের কার্নিশ বাঁকানোভাবে নির্মিত এবং অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকর কারুকাজ সমৃদ্ধ মসজিদটির দৃষ্টিনন্দন নির্মাণশৈলী দেখার মতো।<br /><br />পোড়া মাটির তৈরি নান্দনিক কারুকার্য ও অসাধারণ নির্মাণশৈলী আমাদের তথাকতিত বর্তমান অনেক আধুনিক স্থাপনারকে হার মানায় নিঃসন্দেহে । এই যে এখানে দেখা যাচ্ছে খুবই সুক্ষ হাতের পোড়া মাটির ইসলামি #ক্যালিওগ্রাফিক_নক্সায় লুকানো প্রাচীন রহস্য। আরো আছে খাঁজ-কাটা অসংখ্য ফলক এ ইমারতের দেয়ালে সাঁটানো হয়েছে। দেয়ালের বহিরাংশে পোড়া মাটির বিভিন্ন নকশা এবং অলঙ্করণ সহজেই প্রত্নত্তথ্যবিদদের দৃষ্টি আকর্ষণ করে, প্রত্নতত্ত্ব বিষয়ে আমি কিছুই জানি না, কেবল প্রাচীন এক ধরনের গন্ধে আমাদের সভ্যতার কল্পিত রূপ নিজের মত করে ভেবে নেই। <br /><br /><br /><br /><br /><br />ভিডিও কনটেন্ট তৈরি করার জন্য পৌষ মাসের �<br />...<br /><a href="https://www.youtube.com/watch?v=uuI-RPfRPkQ" target="_blank" rel="nofollow">https://www.youtube.com/watch?v=uuI-RPfRPkQ</a>
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY