LBRY Block Explorer

LBRY Claims • pifa-cup-2022-practice-match-little

6453e6838cdf197a36fd7c596c91e0f6c03f0671

Published By
Anonymous
Created On
7 Mar 2023 15:08:01 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
PIFA CUP 2022 Practice Match & Little PICNIC in Brindabon Tea estate near #The_Palace_Resort
PIFA CUP 2022 Practice Match & Little PICNIC in Brindabon Tea estate near #The_Palace_resort.<br /><br /><br /><br /><br />বৃষ্টির দিনে দুপুরে আমাদের আজকের এই কাঁদাপানি মেখে ফুটবল খেলা আসলে ফুটবল খেলাটা ছোটবেলায় ফিরে যাওয়ার মতো ঘটনা বন্ধু মিলে আজকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের বৃন্দাবন চা বাগানে বেড়াতে এসেছি এখানে আমরা ছোটখাটো একটা পিকনিক আয়োজন করেছি পাশাপাশি এখন চলে এসেছে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে চলতেছে ফুটবল খেলা, আজকের এই ভিডিওটা কেবলমাত্র আমাদের আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই তৈরী করলাম, লকডাউনের বদলে এইবার বাংলাদেশের উপর চলে এসেছে সাতদিনের কড়া শাটডাউন, বাসায় বসে থেকে থেকে এই ভিডিওটাকে ইডিট করতে বসলাম, আমাদের গ্রীন সাইকেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনারা জানেন ভেহিকলস ইনফরমেশনের পাশাপাশি আমরা আমাদের দেশের অখ্যাত সব প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপশি  পর্যটন স্পটগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করি, চলুন আমাদের আজকের আনন্দ আপনারাও কিছুটা উপভোগ করবেন।<br /><br /><br />আজকের এই ব্যাপারটা নেহায়েতই একটা ফানি একটা ব্যাপার এবং কে কাকে গোল দিবে আর কে কার গোল পোস্টে বল হিট করবে সেটা নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই যে যেদিকে পারছে যেভাবে খুশি হিট করতেছে,  ছোটবেলা থেকেই খুব একটা ভালো না সো আমি এখানে খেলায় উঠতে চাচ্ছি না। একজন তো দর্শক তা খাওয়া দরকার ওদের পেছনে পেছনে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি আমাদের আজকের এই অকারনের আয়োজনটা অনেকদিন পরে যখন আমরা আবারো দেখবো তখন হয়তো আমাদের অনেক ভালো লাগবে। <br /><br /><br /><br />I am sending you 1π! Pi is a new digital currency developed by Stanford PhDs, with over 10 million members worldwide. To claim your Pi, follow this link <a href="https://minepi.com/Hayder077" target="_blank" rel="nofollow">https://minepi.com/Hayder077</a> and use my username (Hayder077) as your invitation code.<br /><br /><br /><br /><br />#FiFA2022<br />#worldcup2022<br />#Brindabon_Tea_garden<br />#Bahubal.<br />#putijuri<br />#the_palace_life<br />#Habigonj<br /><br /><br />এখানে সবচেয়ে এক্টিভ আছে রামিম মামু, সোহেল, ইউসুফ, আর দীপক এবং ইউ.এ.ই প্রবাসী সৈয়দকে যতোটা এক্টিভ আশা করেছিলাম ততটা নয়, দেশে আসার পরে খেয়ে খেয়ে ভুড়ি বাড়ানো ছাড়া তেমন কিছু করেছে বলে আমার কাছে মনে হয় নি, ইউরোপ প্রবাসীর ফয়সাল ইউনাইটেড কিংডম প্রবাসী দীপক এবং আরো ইউএই প্রবাসী সেলু, পুটিজরী বাজারের বিখ্যাত ব্যবসায়ী মাসুদ এবং আমাদের ফুরুক মামুও আজকে আমাদের এই পিকনিক আয়োজনে উপস্থিত হইছেন, গৃহমুখী এই ভদ্রলোকদের  উপস্থিতি আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্যের মত মনে হলো, ইনারা হলের ইনার বৌ-কর্তৃক শতভাগ গৃহপালিত হাজবেন্ড, এখানে এসেও ইনারা দূরে দাঁড়িয়ে থেকেছেন, মাঠের আশপাশেও ইনাদের নেওয়া যায় নি, ইনাদের সাথে ফয়সালকে বহুদূরে পালিয়ে থাকতে দেখা গেলো, স্নানঘাটের বন্ধু এলাকার জনপ্রিয় কাজি আব্দুল করিমের মাধ্যমে উনাদের এইটা বলে অভয় দিলাম, যে, তোমাদের বৌ চলে গেলে দরকার হলে ইন্সট্যান্ট আরেকটা বিয়া এই এলাকাতেই ব্যবস্থা কইরা  দিমু, এতেও উনারা সন্তোষ্ট হতে পারেন নি, যাই হোক আমাদের ভোজন পর্ব সমাপ্ত হতে হতেই আরেকবার বৃষ্টি আসার সম্ভাবনা দেখে বাড়ির দিকে ছুটলাম।<br />...<br /><a href="https://www.youtube.com/watch?v=cc6rxARSUd8" target="_blank" rel="nofollow">https://www.youtube.com/watch?v=cc6rxARSUd8</a>
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY