LBRY Block Explorer

LBRY Claims • লালাখাল-–

a13ac08223610ff7b9c6d6147f1d6af9ef4cb415

Published By
Anonymous
Created On
7 Mar 2023 15:08:01 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
লালাখাল – পান্না সবুজ রঙ্গে স্বচ্ছ জল | জৈন্তিয়া হিলস | Sarinodi | lalakhal | Greencycle Bangladesh
in this video we talking about<br />লালাখাল – পান্না সবুজ রঙ্গে স্বচ্ছ জল জৈন্তিয়া হিলস Sarinodi lalakhal Greencycle Bangladesh<br /><br /><br />lalakhal sylhet<br /><br />ভারতের চেরাপুঞ্জির ঠিক নীচেই #লালাখাল গ্রামের অবস্থান। ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে । লালাখালের পানির রং পান্নার মত সবুজ হবার কারন হলো জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের জন্যই এই নদীর পানির এ রকম রঙ দেখায়। লালাখাল নদীতে অসংখ্য বাঁক আছে, বাঁকে বাঁকে ঘন সবুজের সমারোহে আছে চা বাগানের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি প্রচুর পরিমানে গাছগাছালি, এ নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন,  জায়গাটার নামের সঙ্গে ‘খাল’ শব্দ যুক্ত হলেও এটি মূলত একটা নদীরই অংশ।<br /><br /><br />এ নদী দিয়েই ১৩৪৬ সালে বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন,  জায়গাটার নামের সঙ্গে ‘খাল’ শব্দ যুক্ত হলেও এটি মূলত একটা নদীরই অংশ। <br /><br />ইবনে বতুতা তাঁর ভ্রমন বিবরণে তিনটি নদীর কথা বর্ণনা করেছেন, গঙ্গা, যুন ও আন-নহর উল-আয্রাক। তাঁর বর্ণনায় গঙ্গা ও যুন নদী সাদকাঁওয়ের নিকটে মিলিত হয়ে গিয়ে সমুদ্রে পড়েছে। পর্যটক এখানে আজকের পদ্মা ও যমুনা নদীর কথাই বলেছেন। যে নহর-উল-আয্রাক (নীল নদী) হবঙ্ক শহরের নিকট দিয়ে প্রবাহিত এবং যে নদীপথে বাঙ্গালাহ ও লক্ষ্ণৌতি রাজ্যে পৌঁছানো যায়, সেই নীলাভ জলের নদীকে স্পষ্টতই এই সারি নদী রূপে চিহ্নিত করা যায়। আর এই সুরমা নদীপথে লক্ষ্ণৌতি রাজ্যে যেমন পৌঁছানো যায় তেমনি পৌঁছানো যায় সোনারগাঁয়ে।<br /><br /><br />🏍️ How to travelling sylhet?<br />🚗 sylhet traveling best pace! <br />🛬 Lalakhal sylhet.<br />🚡 sarigang, sylhet.<br />🚕 jointapur travel<br />🚕 cherapunjee.<br />🚕 Meghalaya.<br />🇧🇩 ibne botuta in Bangladesh.<br />...<br /><a href="https://www.youtube.com/watch?v=51eg-0bxpSM" target="_blank" rel="nofollow">https://www.youtube.com/watch?v=51eg-0bxpSM</a>
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY