LBRY Block Explorer

LBRY Claims • ৮০০-বছরের

afee9b0d9cc6da7707335e0630544fae5b4336df

Published By
Anonymous
Created On
7 Mar 2023 15:08:01 UTC
Transaction ID
Cost
Safe for Work
Free
Yes
৮০০ বছরের পুরোনো গায়েবী মসজিদ হবিগঞ্জের ঐতিহ্য | 800 Year old mosque in Habigonj |
@GreencycleBangladesh present for you:<br />৮০০ বছরের পুরুনো গায়েবী মসজিদ হবিগঞ্জের ঐতিহ্য - 800 Year old mosque in Habigonj:<br /><br />হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের ঐতিহাসিক শিবপাশা বাবরি মসজিদের সংক্ষিপ্ত তথ্য নিয়ে কথা বলবো। এলাকায় যার পরিচিতি রয়েছে 'গায়েবি মসজিদ' নামে, চলুন তবে ভিডিওটি শুরু করা যাক........<br /><br />লোককথাঃ<br />কথিত আছে, সৈয়দ আয়নাল শাহ শিবপাশা গ্রামে এসে তার কবরস্থানের জন্য এলাকাবাসীর কাছে জায়গা চান। এলাকাবাসী প্রথমে তার কথা শুনে অবাক হন এবং পরবর্তীতে জায়গা ঠিক হওয়ার পরই তিনি মারা যান। পরে তাকে নির্দিষ্ট জায়গায়ই দাফন করা হয়। তার কবরের দৈর্ঘ্য ১০ ফুট।<br /><br />এই মসজিদের মূল ভবনের দৈর্ঘ্য আনুমানিক ৩০ ফুট ও প্রস্থ ১৫ ফুটের মত, চার দেওয়ালের পুরুত্ব দেখলে মনে হয় বিশালাকৃতির পাথর কেটে এর দেয়াল তৈরী করা হয়েছে, মসজিদের তিনটি গম্বুজের মধ্যে সবচেয়ে বড় গম্বুজটি কেন্দ্রীয় কক্ষের মধ্যে এবং অন্য দুটি এর দুই পাশে অবস্থিত। কেন্দ্রীয় কক্ষের পূর্বদিকে কয়েক ধাপের খাঁজকেটে খিলান সংযুক্ত ছোট ও বড় তিনটি প্রবেশপথ রয়েছে, গায়েবী মসজিদের দেয়ালের বাইরের অংশে তৈরি করা হয়েছিলো দৃষ্টিনন্দন বেশ কিছু প্রাচীন নকশা। এসব নকশায় বাঙালি মুসলিম সমাজের বিভিন্ন তাত্বিক বিষয়গুলো লুকায়িত আছে বলে অনেক ইতিহাস বিশ্লেষকরা মনে করেন, যেখানে প্রকৃতি, মানুষ- এসবই এর আলেখ্য বিষয় হিসেবে উপস্থাপন হযেছে। অপরূপ শৈল্পিকতার মোড়ানো মসজিদের ভেতর সুলতানী আমলের টেরাকোটা ও পাথরের ওপর চমৎকার সব অলঙ্করণ রয়েছে। এলাকাবাসীর উদ্যোগে মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছুটা রং-বার্নিশের কাজ করা হয়েছে বলেই এখনো মসজিদটি যথেষ্ট দৃষ্টি নন্দন।<br /><br />মসজিদের পাশেই রয়েছে ছোট্ট একটি পুকুর। যাকে স্থানীয়রা 'ইঁন্দারা' নামে ডাকেন। ওই ইঁন্দারার পানি পান করলে অনেক অসুখ-বিসুখ ভালো হয় বলে এলাকাবাসীর বিশ্বাস। ইন্দিরা আকারে খুব বেশী বড় নয়। কিন্তু এর পানি কখনোই শুকিয়ে না। ইন্দিরার পূর্ব-দক্ষিণ পাশে রয়েছে ৩৬০ আউলিয়ার সফরসঙ্গী সৈয়দ রুশন শাহের (রহ.) মাজার এবং এবাদত খানা রয়েছে। দক্ষিণ পাশ ঘেষেই আরো একটু পশ্চিমে রয়েছে সিলেট জদির পাহাড় থেকে আগত সৈয়দ আয়নাল শাহের (রহ.) মাজার।<br /><br />হাজার বছরের পুরানো ঐতিহ্য নয়নাভিরাম মসজিদ দেখতে এবং ইঁন্দারার পানি নিতে প্রতিদিন অনেক লোক ভিড় জমান। কথিত আছে, শিবপাশা বাবরি মসজিদটি গায়েবি। এটি কবে নির্মিত হয়েছিল, এলাকার কেউ জানেন না। স্থানীয়দের মাথে কথা বলে জানতে পারলাম বাবরি মসজিদটি প্রায় দুই ফুটের মতো গায়েবিভাবে ওঠার পর তৎকালীন সময়ের এলাকাবাসীরা মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করেন। সম্পূর্ণ পাথরের ওপর নির্মিত বাবরি মসজিদের দেওয়ালে স্থাপিত শিলালিপির পাঠোদ্ধার এখনো সম্ভব না হলেও এর নির্মাণ কৌশল, দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ ইত্যাদি পর্যবেক্ষণ করে বাবরি মসজিদটি সুলতানী আমলে নির্মিত হয়েছিল বলে ইতিহাস বিশ্লেষকরা মনে করেন, আবার কেউ কেউ মনে করেন, সৈয়দ রুশন শাহ-ই এই ঐতিহাসিক বাবরি মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন। এলাকার বয়োজ্যেষ্ঠদের মধ্যে অন�<br />...<br /><a href="https://www.youtube.com/watch?v=k5sSmMS5bIQ" target="_blank" rel="nofollow">https://www.youtube.com/watch?v=k5sSmMS5bIQ</a>
Author
Content Type
Unspecified
video/mp4
Language
Open in LBRY